বাংলাদেশের সামুদ্রিক প্রবেশদ্বার চট্টগ্রাম থেকে ১৮ কি.মি দূরে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের পাশে অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, হাটহাজারী, চট্টগ্রাম কৃষি মন্ত্রণালয়ের আওতাভুক্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিভিশনাল পর্যায়ের একটি প্রতিষ্ঠান। ১৯৭৯ খ্রিষ্টাব্দে স্থাপিত এই প্রতিষ্ঠানের কার্যক্রম মূলত: শুরু হয় ১৯৮০ খ্রিষ্টাব্দে । এর আয়তন ১৪.৫২ হেক্টর । অনুমোদিত জনবল মোট ৪৫ জন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বøক পর্যায়ের কৃষি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নিয়োজিত প্রাক চাকুরি শিক্ষার্থীদের এই প্রতিষ্ঠানে দুই বছর মেয়াদি যুগোপযোগী কৃষি প্রশিক্ষণ কোর্স প্রশিক্ষণ কোর্স সম্পাদন করা হতো । পরবর্তীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এক সমঝোতা স্মারকের মাধ্যমে বিসিএস কৃষি ক্যাডার কর্মকর্তাদের তত্ত¡াবধানে এই প্রতিষ্ঠানে ১৯৯৫-১৯৯৬ সেশন থেকে তিন বছর মেয়াদি (৬ সেমিষ্টার)কৃষি ডিপ্লোমা শিক্ষাক্রম এবং ২০০১-০২ সেশন থেকে ৪ বছর মেয়াদি (৮ সেমিষ্টার) কৃষি ডিপ্লোমা শিক্ষাক্রম পরিচালিত হয়ে আসছে । বর্তমানে এই প্রতিষ্ঠানে শিক্ষার্থী ৬৮৩ জন; ছাত্র ৫৫০ জন ও ছাত্রী ১৩৩ জন।
শিক্ষা কার্যক্রমের জন্য রয়েছে একাডেমিক ভবন, ফিল্ড ল্যাবরেটরী , ছাত্রাবাস এবং ছাত্রীনিবাস এবং অন্যান্য সহায়ক ভৌত অবকাঠামো । বর্তমানে কৃষি ডিপ্লোমা শিক্ষাক্রমের পাশাপাশি পরিচালিত অন্যান্য কার্যক্রমসমূহ :
- কর্মকর্তাদের ইন- সার্ভিস প্রশিক্ষণ প্রদান
- উপসহকারী কৃষি কর্মকর্তাদের ইন- সার্ভিস প্রশিক্ষণ প্রদান
- বিভিন্ন প্রযুক্তির উপর কৃষক প্রশিক্ষণ প্রদান
- বিভিন্ন সময়ে নেয়া সরকারের বিশেষ কার্যক্রম বাস্তবায়ন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস